শতাধিক সন্তানের বাবা, নাম লিখে রাখেন খাতায়!

1 day ago 4

জীর্ণশীর্ণ ঘরের বাইরে বসে আছে কয়েক ডজন নারী-শিশু। তাদের সামনে বয়স্ক এক ব্যক্তি। তার পেছনে থাকা এই শিশু-কিশোররা তারই সন্তান। শুনতে অবাক লাগলেও মুসা হাসাহইয়া কাসেরা নাকি ১০২ সন্তানের বাবা। শতাধিক সন্তানের বাবা মুসা আফ্রিকার দেশ উগান্ডার বুতারেজা জেলার বাসিন্দা।

মুসার বয়স ৭৮ বছর। উগান্ডান এই ব্যক্তির দাবি তার ১২ জন স্ত্রী রয়েছে। তাদের ঘরেই জন্ম নিয়ে শতাধিক সন্তান। সেই সন্তানদের অনেকেই নিজেরাও বাবা-মা হয়েছেন। তাই মুসার নাতি-নাতনির সংখ্যাও নিছক কম নয়। ৫৮০ জন নাতি-নাতনি রয়েছে তার। এত বড় পরিবারকে রাখার মতো খুব বেশি জায়গা নেই মুসার।

সারি সারি মাটির ঘর। তার ওপর খড়ের ছাউনি দেওয়া। এমনই ঘরে থাকতে হচ্ছে মুসার সন্তানদের। এভাবে ঠাসাঠাসি পরিবেশের কারণে মুসার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। আবার পরিবারের এত সদস্যদের লালন-পালনে খরচ হচ্ছে প্রচুর। সেই টাকা জোগাতে হিমশিম খেতে হয় মুসাকে। তিনি নিজেও সে কথা স্বীকার করলেন অকপটে।

এত বেশি সন্তান থাকায় তাদের স্কুলে পাঠাতে সমস্যায় পড়তে হয়েছে। সন্তানদের ঠিকঠাক কাপড়-চোপড়ও দিতে পারেন না তিনি। অনেক সময় সন্তানদের ঠিকঠাক মতো খাওয়াতে পারেন না মুসা। মজার বিষয় হচ্ছে, নিজের শতাধিক সন্তানের সবার নামও মুখস্ত নেই তার। মুসার ভাষায়, প্রথম দুই সন্তানের নাম মনে আছে। বাকিদের নাম খাতার টুকে রেখেছি।

বর্তমানে মুসার সঙ্গে একই বাড়িতে থাকেন তার ১০ স্ত্রী। পরিকল্পনা রয়েছে, তার বড় সন্তানদের জন্য আলাদা কুড়ে ঘর বানাবেন, যাতে তারা একটু ভালোভাবে থাকতে পারে। আগে সবাই একসঙ্গে খাবার খেত। কিন্তু বড় সন্তারা ছোটদের ভাগের খাবারও খেয়ে ফেলত। তাই এখন প্রত্যেক মা তাদের সন্তানদের জন্য আলাদা আলাদা করে খাবার তৈরি করে।

বাবা-মায়ের দুই সন্তানের একজন ছিলেন মুসা। পরিবারের সদস্য সংখ্যা এত কম থাকাই মুসাকে বেশি সন্তান নিতে অনুপ্রাণিত করেছে। তবে এত এত সন্তানের জন্ম দিলেও প্রায় সবাই জীবিত আছে। কেবলমাত্র তার চার সন্তানের মৃত্যু হয়েছে। 


 

Read Entire Article