শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে নিরপেক্ষতার আহ্বান খুলনা বিভাগীয় কমিশনারের

খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, শতাব্দীর সেরা সংসদ নির্বাচন উপহার দেওয়া এবং গণভোট নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকারি কর্মকর্তাদের নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাই। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস মিলনায়তনে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মো. মোখতার আহমেদ বলেন, নির্বাচন একটি সাংবিধানিক ও পবিত্র দায়িত্ব। জনগণের ভোটাধিকার যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পাশাপাশি গণভোট ও পোস্টাল ভোট নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন ক

শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে নিরপেক্ষতার আহ্বান খুলনা বিভাগীয় কমিশনারের

খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, শতাব্দীর সেরা সংসদ নির্বাচন উপহার দেওয়া এবং গণভোট নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকারি কর্মকর্তাদের নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাই।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস মিলনায়তনে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মো. মোখতার আহমেদ বলেন, নির্বাচন একটি সাংবিধানিক ও পবিত্র দায়িত্ব। জনগণের ভোটাধিকার যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পাশাপাশি গণভোট ও পোস্টাল ভোট নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, করণীয় ও আন্তঃদপ্তর সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow