অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শফিক হাসানের ভ্রমণগ্রন্থ 'দেখি বাংলার মুখ'। এতে রয়েছে ১৫টি ভ্রমণকাহিনি। স্থান পেয়েছে দেশের নানা প্রান্তে ছুটে বেড়ানোর গল্প।
লেখক জানান, বইটিতে স্থান পাওয়া কোনো কোনো ভ্রমণকাহিনি বর্তমান সময়ে লেখা হলেও অধিকাংশই দশ থেকে পনেরো বছর আগের। আবার একাধিকবার গিয়েছেন এমন জায়গাও আছে। লেখাগুলো প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। সেই সময়টাকে ফ্রেমবন্দি করে রাখবেন বলে... বিস্তারিত