শব্দদূষণ রোধে রাজশাহীতে ক্যাম্পেইন

2 hours ago 8

শব্দদূষণ রোধে রাজশাহী নগরীর ব্যস্ততম সিএন্ডবি মোড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্প’ এবং রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’-এর আয়োজনে এ ক্যাম্পেইন কর্মসূচি পালন করা হয়।

বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শহরের সিএন্ডবি মোড়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়। শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। 

এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যানবাহনে অযথা হর্ন না বাজানোর স্লোগান সংবলিত স্টিকার লাগানো হয়। এ ছাড়া পথচারী ও যানবাহন চালকদের মাঝে শব্দদূষণের বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়। দায়িত্বরত ট্রাফিক সদস্যরা এ আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা করেন।

ক্যাম্পেইন চলাকালে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্ম সচিব তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপসচিব মু. রেজা হাসান, উপসহকারী প্রকৌশলী মো. আলেফ আলী, পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেনসহ পরিবেশ অধিদপ্তরের  অন্যান্য কর্মকর্তারা, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ আহামেদ, পলিমাটির সভাপতি উজ্জ্বল আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Read Entire Article