শয্যাশায়ী সোনু নিগম, কী হয়েছে গায়কের

3 hours ago 5

বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম কিছুদিন আগে পুণের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। দর্শক ও শ্রোতাদের আসন ছিল পরিপূর্ণ। নীল স্যুট সাদা শার্ট, চোখে রোদচশমা পরে নিজের একের পর এক জনপ্রিয় গানগুলো পরিবেশন করেছেন এ শিল্পী। এমন সময় তার শরীরে ব্যথা শুরু হয়। প্রথমে সোনু মনে করেছিলেন তার পেশিতে টান পড়েছে। পিঠের ব্যথাকে প্রাথমিকভাবে আমলে নেননি সোনু। কিন্তু শেষ পর্যন্ত আর গান গাইতে পারেননি।

শয্যাশায়ী সোনু নিগম, কী হয়েছে গায়কেরবলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম

মঞ্চ থেকে থেমে কোমর-পা টেনে মালিশ করার চেষ্টা করেন। কিন্তু কোনো কাজ হয়নি। বর্তমানে শয্যাশায়ী এ কণ্ঠশিল্পী। নিজেই একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘অনেক কষ্ট করে বেঁচে আছি। দিনটা দুঃস্বপ্নের মতো কাটল। গান গাওয়ার সময় নাচানাচি করতে হয়। আমি ভাবলাম তেমনই কোনো খিঁচুনি ধরেছে। যদিও সামলে নিয়েছি। দর্শকের প্রত্যাশা আমার থেকে অনেকটা বেশি, তাদের নিরাশ করতে চাই না।’

যন্ত্রণা যে অসহনীয় ছিল সেটা সোনুর পোস্ট করা ভিডিও থেকে বোঝা যাচ্ছে। গায়ক বলেন, ‘মনে হচ্ছিল শিরদাঁড়ায় যেন সুচ বিঁধে রয়েছে। একটু নড়াচড়া করলে মনে হচ্ছে সেটা আরও গভীরে প্রবেশ করবে। যদিও দেবী সরস্বতীর কৃপায় আমি দিনটা উতরে যেতে পেরেছি।’

 
 
 
View this post on Instagram

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

শোনা যাচ্ছে, অনুষ্ঠান শুরুর আগেই যন্ত্রণা শুরু হয়েছিল, তবে তারপরও তিনি মঞ্চে ওঠেন। আর তাতেই বিষয়টি গুরুতর হয়ে যায়। এ দিকে গায়কের এমন পেশাদারিত্ব দেখে সোনুর প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা-অনুরাগীরা।

এমএমএফ/এএসএম

Read Entire Article