বিপিএলের মঞ্চে মাঠের তারকাদের ছাপিয়ে মাঝে মাঝে আলাদা করে নজর কাড়েন আম্পায়াররা। বাংলাদেশি এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও ঠিক তেমন একজন, যিনি তার নিখুঁত সিদ্ধান্ত এবং সাহসী জাজমেন্টের জন্য নিয়মিত শিরোনামে জায়গা করে নিচ্ছেন। তবে চলমান বিপিএলের ফাইনালে তাকে পাওয়া যাবে না।
একসময় জাতীয় দলের হয়ে খেলা এই সাবেক ক্রিকেটার আম্পায়ারিংয়ে এসেই সবার নজর কেড়েছেন। সাম্প্রতিক সময়ে তার কিছু সাহসী সিদ্ধান্ত তাকে ভক্ত ও বিশেষজ্ঞদের কাছে প্রশংসিত করেছে। মেলবোর্ন টেস্টে ভারতের যশস্বী জয়সওয়ালের বিরুদ্ধে তার চোখের দেখায় দেয়া আউটের সিদ্ধান্ত ক্রিকেটবিশ্বে আলোড়ন তুলেছিল। সেই ম্যাচে স্নিকোমিটারে কোনো প্রমাণ না থাকলেও নিজের পর্যবেক্ষণ এবং আত্মবিশ্বাসের ওপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি।
এরপর সিডনি টেস্টেও তার উপস্থিতি নিয়ে ছিল বিশেষ উন্মাদনা। ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে ক্রিকেট ভক্তরা তাকে নিয়ে নানা আলোচনা করেছেন। কিন্তু শরফুদ্দৌলা সৈকত সেখানে ছিলেন নির্ভুল এবং নিষ্ঠাবান।
বিপিএলে তার ধারাবাহিক পারফরম্যান্সের পরও ফাইনালে তাকে দেখা যাবে না। কারণ, ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজে তিনি আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন। ৬ ফেব্রুয়ারি নাগপুরে প্রথম ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে থাকবেন টিভি আম্পায়ার এবং ১২ ফেব্রুয়ারি আহমেদাবাদে তৃতীয় ওয়ানডেতে আবারও অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।
এই ব্যস্ততার কারণেই ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলের ফাইনালে তার অনুপস্থিতি নিশ্চিত হয়েছে। শরফুদ্দৌলা সৈকতের মতো একজন অভিজ্ঞ আম্পায়ারের অভাব অনুভব করবে বিপিএল, তবে আন্তর্জাতিক মঞ্চে তার সফলতা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।