শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার পরিকল্পনা ৩১ দফায় রয়েছে : নুরুদ্দিন অপু
শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যেই শরীয়তপুরকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দেশের মানুষ দীর্ঘদিন আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে তাদের মূল্যায়ন করেছে। কিন্তু আওয়ামী লীগ সেই মূল্যায়নের প্রতিদান দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা বা অনুভূতি ছিল না বলেই আজ দেশের রাস্তাঘাটসহ সামগ্রিক অবকাঠামো বেহাল অবস্থায় পৌঁছেছে। তিনি আরও বলেন, শরীয়তপুর একটি সম্ভাবনাময় জেলা হলেও দীর্ঘদিন ধরে এটি অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে জেলা হিসেবে শরীয়তপুর এখনো অনেক পিছিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই এই জেলার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শিক্ষা ব্যবস্থা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি সুপরিক
শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যেই শরীয়তপুরকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দেশের মানুষ দীর্ঘদিন আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে তাদের মূল্যায়ন করেছে। কিন্তু আওয়ামী লীগ সেই মূল্যায়নের প্রতিদান দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা বা অনুভূতি ছিল না বলেই আজ দেশের রাস্তাঘাটসহ সামগ্রিক অবকাঠামো বেহাল অবস্থায় পৌঁছেছে।
তিনি আরও বলেন, শরীয়তপুর একটি সম্ভাবনাময় জেলা হলেও দীর্ঘদিন ধরে এটি অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে জেলা হিসেবে শরীয়তপুর এখনো অনেক পিছিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই এই জেলার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শিক্ষা ব্যবস্থা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি সুপরিকল্পিত রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে।
নুরুদ্দিন অপু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শরীয়তপুরের দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটানো হবে। শরীয়তপুরকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে, তিনি গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নলমুড়ি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেন নুরুদ্দিন অপু। খেলাধুলার উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তার এই বন্ধুসুলভ আচরণে শিক্ষক ও অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া তিনি নলমুড়ি ইউনিয়নের নিহত বিএনপির নেতাকর্মী ও শ্রদ্ধাভাজনদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। বিকেলে তিনি কোদালপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মাকসুদ উল্লাহ মোল্লার জানাজায় অংশ নেন। জানাজায় শরীয়তপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলামের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এক কাতারে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কেএম সিদ্দিক আহমেদ, সদস্য নজরুল ইসলাম নান্টু খান, তারেক আজিজ মোবারক ঢালীসহ স্থানীয় বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা।
What's Your Reaction?