শরীয়তপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

5 days ago 9
বর্ণিল আয়োজনে শরীয়তপুরে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। সাংবাদিক, রাজনীতিবিদ ও সুধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শহরের একটি রেস্তোরাঁয় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।  কালবেলার জেলা প্রতিনিধি খান মোহাম্মদ শিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মান্নান মাদবর, মোফাজ্জল হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল বেপারি, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. জব্বার খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন, গণধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, এনসিপির যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বক্তারা কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কালবেলা এই অল্প সময়ের মধ্যে যেভাবে পাঠকের আস্থা অর্জন করেছে তা সত্যিই অকল্পনীয়।
Read Entire Article