শরীয়তপুরের ভেদরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পন্নী কাজী ও পৌর ছাত্রদল সভাপতি পদপ্রার্থী রাশেদ ছৈয়ালের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে গতকাল দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সেই ঘটনার রেশ ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই পক্ষের লোকজন পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, পাল্টা হামলায় জড়িয়ে পড়ে। এতে ভেদরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক হাকিম, কনস্টেবল জাহিদ, ছাত্রদল নেতা পন্নী কাজি, এনাম, সোহান, লিখন, মুহিনসহ অন্তত ১০ জন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এদের মধ্যে পন্নী কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিধান মজুমদার অনি/জেডএইচ/এএসএম

 4 months ago
                        50
                        4 months ago
                        50
                    








 English (US)  ·
                        English (US)  ·