শরীয়তপুরে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, টিকিট পাচ্ছেন যারা

2 hours ago 4

অন্য দলগুলো যেখানে চাঁদাবাজি ও লবিং-গ্রুপিং নিয়ে ব্যস্ত, সেখানে জামায়াতে ইসলামী আগামী সংসদ নির্বাচনে জয়ী হতে তৎপরতা শুরু করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও ফরিদপুর অঞ্চল পরিচালক এএইচএম হামিদুর রহমান আজাদ আসন্ন সংসদ নির্বাচনে শরীয়তপুরে জামায়াতের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন। 

শনিবার (১ ফেব্রুয়ারি) ফরিদপুর অঞ্চলের প্রতিটি উপজেলা ও পৌরসভা নেতাদের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

প্রার্থীরা হলেন- শরীয়তপুর-১ পালং-জাজিরার জন্য ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, সাবেক সভাপতি ইসলামি ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শরীয়তপুর-২ নড়িয়া ও সখিপুরের জন্য, অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল, সেক্রেটারি জেনারেল, জাতীয় চিকিৎসক সংগঠন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। শরীয়তপুর-৩ মোহাম্মদ আজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। 

এই তিন প্রার্থীকে এখন থেকে ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মাঠ চষে বেড়ানোর জন্য নির্দেশনা দেন।

জামায়াতের এ ঘোষণায় শরীয়তপুর জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে উৎসব-উদ্দীপনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে তাদের প্রার্থীদের ছবি দিয়ে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে।

জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার নায়েবে আমির একেএম মকবুল হোসেন কালবেলাকে বলেন, আমাদের তিনজন প্রার্থীই জননন্দিত। তৃণমূলে তাদের চাহিদা আকাশছোঁয়া। আগামীর নির্বাচনে শরীয়তপুর তিনটি আসনের মানুষ তাদের প্রিয় প্রার্থীদের ভোট দেওয়ার জন্য সদা প্রস্তুত। 

Read Entire Article