শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই পক্ষে নজিরবিহীন বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুসকে (৫৪) গ্রেফতার করেছে র্যাব। তাকে ঢাকার শাহজাহানপুর থেকে গ্রেফতার করা হয়।
রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর রুপাতলী র্যাব-৮ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট নিস্তার আহমেদ।
তিনি জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কুদ্দুস বেপারী ওরফে বোমা কুদ্দুস জয়ী হলে পরাজিত প্রার্থী জলিল মাদবরের সঙ্গে তার বিরোধে চলে আসছে। এর ফলে উভয়পক্ষ একাধিকবার সংঘর্ষেও লিপ্ত হয়। এতে করে বেশ কয়েকজন নিহত ও আহত হন।
সবশেষ শনিবার (৫ এপ্রিল) সকালে উভয়পক্ষ নজিরবিহীন বোমা বিস্ফোরণ ঘটায়। একই সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে করে এলাকায় সাধারণ মানুষের মাঝে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনার পর অভিযান চালিয়ে ঢাকার শাহজাহানপুরের মুমিনবাগ থেকে কুদ্দুস বেপারীকে গ্রেফতার করে র্যাব।
অধিনায়ক লেফটেন্যান্ট নিস্তার আহমেদ জানান, কুদ্দুস বেপারীর বিরুদ্ধে জাজিরা থানায় বিভিন্ন অপরাধের জন্য ১৯টি এবং ঢাকার বিমানবন্দর ও ভাটারা থানায় একটি করে মামলা রয়েছে। তাকে জাজিরা থানায় পাঠানো হবে।
শাওন খান/জেডএইচ/জিকেএস