শরীয়তপুরে হাতবোমা ধ্বংস করলো বোম ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরের জাজিরায় ঘরে হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরণে হতাহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে ৫৩ জনকে আসামি করে আরো অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে জাজিরা থানায় একটি মামলা করেছেন।এ ঘটনায় দুই জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এক জনকে চিকিৎসাধীন অবস্থা রেখেছে পুলিশ। এদিকে ঘটনার আলামত সংগ্রহে শুক্রবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের ঘটনাস্থলে যান পুলিশের সিআইডির ক্রাইম সিন বিভাগের বোমা বিশেষজ্ঞ দল। সেখান থেকে উদ্ধার করা হয় গান পাউডার , জদ্দার টিনের কৌটা, মার্বেল , তারকাটা, কসটেপ, পাথরের গুড়ো, ধানের তুষ, পাউডার মেশানোর জন্য ব্লেন্ডারসহ ককটেল তৈরির আলামত সংগ্রহ কর ধ্বংস করা হয়। এছাড়াও তিনটি ঘটনায় ৪০ টি উদ্ধারকৃত অবিস্ফোরিত বোমা বিস্ফোরিত করা হয়। এর আগে বৃহস্পতিবার ভোরে ওই গ্রামের নবনির্মিত একটি বসতঘরে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণ হয়। এতে প্রাণ হারান দুই জন। এতে ঘটনাস্থলেই নিহত হন সোহান ব্যাপারী (৩২)। তার হাত কব্জিসহ উড়ে যায়। আর নবীন হোসেন (২৮) ঢাকা মেডিকেল কলেজ হ

শরীয়তপুরে হাতবোমা ধ্বংস করলো বোম ডিসপোজাল ইউনিট

শরীয়তপুরের জাজিরায় ঘরে হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরণে হতাহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে ৫৩ জনকে আসামি করে আরো অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে জাজিরা থানায় একটি মামলা করেছেন।এ ঘটনায় দুই জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এক জনকে চিকিৎসাধীন অবস্থা রেখেছে পুলিশ।

এদিকে ঘটনার আলামত সংগ্রহে শুক্রবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের ঘটনাস্থলে যান পুলিশের সিআইডির ক্রাইম সিন বিভাগের বোমা বিশেষজ্ঞ দল। সেখান থেকে উদ্ধার করা হয় গান পাউডার , জদ্দার টিনের কৌটা, মার্বেল , তারকাটা, কসটেপ, পাথরের গুড়ো, ধানের তুষ, পাউডার মেশানোর জন্য ব্লেন্ডারসহ ককটেল তৈরির আলামত সংগ্রহ কর ধ্বংস করা হয়। এছাড়াও তিনটি ঘটনায় ৪০ টি উদ্ধারকৃত অবিস্ফোরিত বোমা বিস্ফোরিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার ভোরে ওই গ্রামের নবনির্মিত একটি বসতঘরে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণ হয়। এতে প্রাণ হারান দুই জন।

এতে ঘটনাস্থলেই নিহত হন সোহান ব্যাপারী (৩২)। তার হাত কব্জিসহ উড়ে যায়। আর নবীন হোসেন (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত নয়ন মোল্লাসহ আরও দুইজনের চিকিৎসা চলছে।

নিহত সোহান মুলাই ব্যাপারীকান্দি গ্রামের দেলোয়ার হোসেন ব্যাপারীর ছেলে ও নবীন হোসেন একই এলাকার রহিম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস বেপারীর সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। মাঝে মধ্যে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়ায়।

জাজিরা থানার ওসি সালেহ আহম্মদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতরা বিলাসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর সমর্থক। যে ঘরটিতে বিস্ফোরণ ঘটেছে, সেটি কুদ্দুস বেপারীর চাচাতো ভাই আবু সিদ্দিক ব্যাপরীর ছেলে সাগর ব্যাপারীর। ঘটনার পর থেকে সাগর পলাতক।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তানভীর হোসেন জানান, বিগত সময় উদ্ধারকৃত বোমা আদালতের নির্দেশে বোমা ডিসপোজাল টিমের সহায়তায় ৪০ টি বোমা ধ্বংস করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow