শর্তে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নেতানিয়াহু

3 months ago 80
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে বুধবার একদিনেই নিহত হয়েছে অন্তত ৮২ জন, আহত হয়েছে বহু মানুষ। আলজাজিরা ও গাজা ভিত্তিক চিকিৎসা সূত্র জানায়, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। এ অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, গাজায় বন্দিদের মুক্তির বিনিময়ে তিনি ‘অস্থায়ী যুদ্ধবিরতির’ জন্য প্রস্তুত। তার দাবি, গাজায় অন্তত ২০ জন বন্দি জীবিত রয়েছেন এবং তাদের মুক্তি সরকারের প্রধান অগ্রাধিকার। অন্যদিকে আন্তর্জাতিক রেসকিউ কমিটি জানিয়েছে, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। সংস্থাটি সতর্ক করে দিয়েছে, ‘গাজার জনগণ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে এবং স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। ব্রিটেন এরইমধ্যে গাজার জন্য নতুন করে ৫.৪ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছে। যুক্তরাজ্যের উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যান ইসরায়েলকে ‘মানবিক সহায়তায় বাধা না দিতে’ আহ্বান জানান। এর পাশাপাশি যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। এই মুহূর্তে গাজায় মানবিক বিপর্যয় চরমে এবং আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে ইসরায়েলের ওপর, যেন সেখানে ঠিকমতো সহায়তা প্রবেশের সুযোগ তৈরি করা হয়। জিও নিউজ
Read Entire Article