শস্যখাতে বিনিয়োগের সুযোগ জোরদার করতে সহায়তা করছে এফএও

3 months ago 27

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশের শস্যখাতে বিনিয়োগের সুযোগ জোরদারকরণে বাংলাদেশ সরকারকে সহায়তা করছে।

বুধবার এফএও এর অগ্রাধিকার বিনিয়োগ পরিকল্পনা (২০২৪-২০৩০) এর উপর ভ্যালিডেশন কর্মশালায় এ মন্তব্য করেন আলোচকরা। এসময় বাংলাদেশে শস্যখাতে সম্ভাব্য বিনিয়োগের মূল ক্ষেত্রগুলো উপস্থাপন করা হয়।

এ কর্মশালায় বেসরকারি খাত, উন্নয়ন অংশীদার, সরকার, একাডেমিয়া, গবেষক, এবং সুশীল সমাজ সংস্থাসহ এফএও এর কান্ট্রি রিপ্রেসেনটেটিভ জিয়াকুন শি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার।

কর্মশালার সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার।

এসময় ওয়াহিদা আক্তার বলেন, জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং বাংলাদেশের শস্য খাতকে রূপান্তরের জন্য আমরা এফএও এর সাথে একত্রে কাজ করছি।

এনএইচ/এমএইচআর

Read Entire Article