শহরেই কৃষিকাজ করে দেখাচ্ছে কোরিয়া

3 hours ago 6
কৃষিক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে দক্ষিণ কোরিয়ার শহর সুনচিয়ন। স্মার্ট কৃষির প্রচলন, তরুণ কৃষকদের সহায়তা, উচ্চ আয়ের ফসলের উৎপাদন বৃদ্ধি ও টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।  তরুণ কৃষকদের দক্ষতা বাড়ানোর জন্য শহরটি দুটি স্মার্ট গ্রিনহাউস তৈরি করেছে। সেখানে তিন বছরের জন্য কৃষকদের খামার ভাড়া দেওয়া হবে। তারা ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সহায়তাও পাবেন। শহরটিতে একটি স্মার্ট ফার্ম কমপ্লেক্স তৈরি করা হচ্ছে, যেখানে ফসল উৎপাদন, প্রদর্শনী ও কৃষি অভিজ্ঞতার সুযোগ থাকবে। শহরের ফাঁকা ভবনগুলোতে জলজ ও ভার্টিক্যাল ফার্ম চালু করা হবে। ফলে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানও তৈরি হবে।  উচ্চ আয়ের ফসল উৎপাদন বাড়াতে শহরটি বিশেষ পরিকল্পনা নিয়েছে। সাতটি উচ্চ আয়ের ফসল যেমন শসা, স্ট্রবেরি, শাক, ব্লুবেরি, খেজুর, সামুদ্রিক শৈবাল ও জামজাতীয় ফলের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকদের আধুনিক কৃষিযন্ত্র, পরিবহন সুবিধা ও প্রজনন খরচে সহায়তা দেওয়া হচ্ছে। বছরে ১০ কোটি ওনের বেশি আয়ের খামারের সংখ্যা ১৯৫-এ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।  এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শহরটি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কৃষকদের জন্য বালাইনাশক ওষুধ সরবরাহ করা হচ্ছে এবং সোলার স্ক্রিন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এটি গ্রিনহাউসে ফসলের সুরক্ষা দেবে ও উৎপাদন বাড়াতে সাহায্য করবে।   টেকসই খাদ্যব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সুনচিয়ন ‘সিটি ফুড প্ল্যান’ বাস্তবায়ন করছে। এর মাধ্যমে স্থানীয় কৃষিপণ্যের প্রচার, বিদ্যালয়ের খাবারে স্থানীয় কৃষিপণ্যের ব্যবহার বৃদ্ধি, স্বল্প আয়ের পরিবারদের জন্য খাদ্য ভাউচার প্রদান ও কম-কার্বন খাদ্যাভ্যাস গড়ে তুলছে শহরটি।   সুনচিয়নের একজন কর্মকর্তা বলেছেন, কৃষি ও গ্রামীণ উন্নয়নে সহায়তা করা হবে, যাতে কৃষি স্থানীয় অর্থনীতির প্রধান চালিকা শক্তি হয়ে উঠতে পারে। শহরটিতে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে। সূত্র: মেইল বিজনেস নিউজপেপার।
Read Entire Article