শহীদ আবু সাঈদকে ‘গুপ্ত শিবির’ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

3 hours ago 8

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে ‘গুপ্ত শিবির’ ট্যাগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।

এরআগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শহীদ আবু সাঈদকে ‘গুপ্ত শিবির’ বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জয় ও দপ্তর সম্পাদক ওয়াসি তামি। এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

jagonews24

এ বিষয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আলবীর বলেন, ‘আবু সাঈদরা পৃথিবীতে শতবর্ষে একবার আসেন। তিনি আমাদের আওয়ামী অপশাসনের কড়াল গ্রাস থেকে এদেশের আপামর মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন, তিনি আমাদের জাতীয় বীর। তাকে এভাবে ট্যাগ দেওয়া মানে শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। তাই আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।’

বিক্ষোভে অংশ নেওয়া ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী সাকিব বলেন, “১৬ জুলাই আবু সাঈদ পুলিশের গুলিতে শহীদ হন। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ওয়াসি তামি তাকে ‘শিবির’ ট্যাগ দিয়েছেন। আমরা বলতে চাই, আবু সাঈদ কোনো দলের না; আবু সাঈদ সারাবিশ্বের। আবু সাঈদ আমাদের গর্ব। আমরা আর কোনো ট্যাগিংয়ের রাজনীতি চাই না।”

ফারহান সাদিক সাজু/এসআর/জেডএইচ

Read Entire Article