শহীদ আবু সাঈদের ছবি যুক্ত করে ফেসবুকে অশালীন পোস্ট, যুবক আটক

2 months ago 8

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ছবি যুক্ত করে ফেসবুকে অশালীন মন্তব্য পোস্ট করায় নেত্রকোনার কেন্দুয়া থেকে মো. সুমন আহম্মেদ (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক সুমন আহম্মেদ কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

শনিবার (২৮ জুন) কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সুমনকে নিজ গ্রাম থেকে আটক করে কেন্দুয়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুক পোস্টে শহীদ আবু সাঈদের একটি ছবি জুড়ে দিয়ে অশালীন মন্তব্য করেন সুমন। ওই পোস্টে বিভিন্ন ব্যঙ্গাত্মক ইমোজিও যুক্ত করেন তিনি। এতে স্থানীয় শিক্ষার্থী ও মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওই পোস্টের প্রতিবাদে শুক্রবার রাতে কেন্দুয়া শহরে বিক্ষোভ মিছিল বের করেন জুলাই আন্দোলনকারীরা। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে শহীদ আবু সাঈদকে অসম্মান করার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। শহীদের ছবি নিয়ে এমন নোংরা মন্তব্য দেশের স্বাধীনতা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেন তারা।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এইচ এম কামাল/এমএন/এমএস

Read Entire Article