চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যানসার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত থেকে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সঙ্গে কথা বলেন তারেক রহমান। এসময় তিনি জিসানের চিকিৎসার খোঁজ নেন এবং সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, বিএনপি সব সময় আপনার পাশে থাকবে। আমরা সব সময় সাধ্যমত আপনার পরিবারের পাশে আছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব করেছি, আগামীতেও করবো। শুধু জিসানই নয়, সব শহীদ পরিবারের পাশে বিএনপি থাকবে।
জিসানের মায়ের উদ্দেশে তিনি বলেন, আপনি একা নন। আপনার পাশে, সামনে যাদের দেখতে পাচ্ছেন- এরা সবাই আপনার ভাই। আপনার এই ভাইয়েরা আপনার পাশে থাকবে। জিসান দ্রুত সুস্থ হয়ে উঠবে, ইনশাআল্লাহ। তিনি জিসানের জন্য ফল, টি-শার্ট, গল্পের বইসহ খেলনা দেওয়ার নির্দেশনা দেন।
এসময় শহীদ আব্দুল্লাহর মা ফাতেমা তুজ জোহরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার পরিবারের পাশে থাকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।
শহীদ আবদুল্লাহর মা বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদের বয়স ১৭ বছর, ছোট ছেলের বয়স ১৪ বছর। আমার বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় ছোট ছেলের ক্যানসার ধরা পরে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মে মাসের ১৮ তারিখে আমার স্বামী ব্রেন স্ট্রোক করে মারা যান।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আজ পর্যন্ত আমাদের খোঁজ নিতে পারে নাই। আমার ছেলের রক্তের বিনিময়ে ক্ষমতা পেলেও তারা একবারও আমাদের খোঁজ নিলো না। ‘আমরা বিএনপি পরিবার’ থেকে আমার ছোট ছেলের খোঁজখবর এবং তার চিকিৎসার খরচের ভার নেয়।
কেএইচ/এমকেআর