‘শহীদ’ ইউসুফ ছানোয়ারের পরিবারের পাশে বিএনপি

2 months ago 30

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ‘শহীদ’ ইউসুফ ছানোয়ারের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (১৭ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ ‘শহীদ’ ইউসুফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। রাজধানীর ওয়ারীর বিসিসি রোডস্থ বিএনপি নেতা হামিদের বাসভবনে ইউসুফের পরিবারের কাছে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মহসিন আলী লিটন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাকির হোসেন, ৩৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মনা, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক নুর নবী পলাশ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

Read Entire Article