শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ‘একাডেমিক শাটডাউন’

5 hours ago 4

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে একাডেমিক শাটডাউন এবং ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানায়, বিএমডিসি রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারী ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। এ মর্মে বিএমডিসির আইনের বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। ম্যাটস শিক্ষার্থীদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন প্রদান অবিলম্বে বন্ধ করতে হবে।
চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে ওটিসি ড্রাগ লিস্ট ওটিসি আপডেট করতে হবে এবং শুধুমাত্র এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকরাই ওটিসি তালিকার বাইরে ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন।

এসময় তারা ২৩ ফেব্রুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে তারা আন্দোলনে নামবে এবং ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট অভিমুখে লং মার্চের ঘোষণা দেন। দাবি না মানা হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এসময় বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ইন্টার্নি ডা. নাজমুস সাকিব যোবায়ের, শেষ বর্ষের ছাত্র মাহাদী হাসান, ৫ম বর্ষের ছাত্রী মারজিয়া বিনতে বারী প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

Read Entire Article