শহীদ পরিবারের হাতে ‘প্রজন্ম ২৪’ নিউজ পোর্টালের উদ্বোধন

2 months ago 8
৩৬ জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যাত্রা শুরু করল নতুন অনলাইন সংবাদমাধ্যম ‘প্রজন্ম ২৪’। মঙ্গলবার (১ জুলাই ২০২৫) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এক উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে শহীদ পরিবারের সদস্যদের হাতে ফিতা কেটে ও লোগো উন্মোচনের মাধ্যমে এই পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘প্রজন্ম ২৪’ কর্তৃপক্ষ জানিয়েছে, পোর্টালটি নিরপেক্ষতা ও সত্য তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করবে। রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, খেলাধুলা ও বিনোদনের সর্বশেষ খবরের পাশাপাশি মাল্টিমিডিয়া কনটেন্টের মাধ্যমে বিশেষভাবে তরুণ প্রজন্মের আগ্রহের প্রতিফলন ঘটাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ জুলাইয়ের গণআন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্য, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক বিশ্লেষকরা। অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আহত মাদ্রাসাছাত্র জুনায়েদ আহমেদ বলেন, ‘চব্বিশের জুলাই বিপ্লব ছিল জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের লক্ষ্য ছিল সত্য বলা, ইসলাম প্রচারে প্রতিবন্ধকতা দূর করা এবং ফ্যাসিবাদী শাসন উৎখাত।’ অনুষ্ঠানে শহীদ নাঈমের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সন্তানের লাশ নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স বা ভ্যানও পাইনি। রিকশায় করেই কোনোভাবে লাশ বাড়ি নিয়ে গিয়েছি।’ শহীদ নাফিসের বাবা অভিযোগ করেন, শহীদ পরিবারের সদস্যরা এখনো অবহেলিত। দ্রুত বিচার কার্য সম্পন্ন এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘প্রজন্ম ২৪ মূলত চব্বিশের অভ্যুত্থানের চেতনায় প্রতিষ্ঠিত। সরকারের সময়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টার মধ্যেও মাল্টিমিডিয়া সাংবাদিকরা সাহসিকতার সঙ্গে কাজ করেছেন।’ পোর্টালের সম্পাদক ড. আহসান হাবীব ইমরোজ বলেন, ‘স্বাধীন গণমাধ্যম মানে কেবল সরকারের সমালোচনা নয়; বরং সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল তথ্য পরিবেশনের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা। আমরা বিভ্রান্তিমূলক তথ্যের বিরুদ্ধে সোচ্চার থাকব।’ প্রকাশক ড. উম্মে হাবিবা শারমিন বলেন, ‘৩৬ জুলাইয়ের চেতনা আমাদের গণতন্ত্র, অধিকার ও পরিবর্তনের সাহসী উচ্চারণের পথ দেখায়। ইতিহাস আমাদের শিখিয়েছে, জনগণের ন্যায্য দাবি কখনো দমন করা যায় না।’ অনুষ্ঠানে বক্তারা পোর্টালটির দীর্ঘমেয়াদি সফলতা কামনা করেন এবং দেশের গণমাধ্যম জগতে এর সক্রিয় ও গঠনমূলক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
Read Entire Article