শহীদ বুদ্ধিজীবী দিবস: জাতির সূর্যসন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয় দিবসের দুদিন আগে পাকিস্তানি সেনাবাহিনী বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবীসহ দেশের খ্যাতিমান বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। স্বাধীনতার মাত্র দুদিন আগে সংঘটিত এই হত্যাযজ্ঞ ছিল বিশ্বমানচিত্রে স্বাধীনতা হিসেবে জয়গা দখল করা উদিত বাংলাদেশকে মেধাশূন্য করার এক ঘৃণ্য প্রয়াস। পরদিন মিরপুর ও রায়েরবাজার এলাকায় তাদের ক্ষতবিক্ষত মরদেহ দেখা যায়। অনেকের লাশ খুঁজে পাওয়া যায়নি।