শহীদ বুদ্ধিজীবীরা দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড ছিলেন : চসিক মেয়র

একাত্তরে যেসব বুদ্ধিজীবীকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে, তারা দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড ছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ছিলেন বুদ্ধিজীবীরা; যারা ছিলেন দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড। শহীদ বুদ্ধিজীবী দিবসে রোববার (১৪ ডিসেম্বর) নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, শহীদুল্লা কায়সার, জহির রায়হান, ডা. আব্দুল আলিম, গোবিন্দচন্দ্রসহ অনেকে প্রাণ দিয়ে দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড গঠনের দায়িত্ব পালন করছিলেন। তাদের আত্মত্যাগের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তবে স্বাধীনতার আদর্শ-ন্যায্যতা, সাম্য, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার আজও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। মেয়র আরও বলেন, লক্ষ রাখতে হবে, আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। বিগত নির্বাচনের ইতিহাস দেখায়, জনগণ বহু বছর সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভোটের অভিজ্ঞতা পায়নি। এবার তারা উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। ডা.

শহীদ বুদ্ধিজীবীরা দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড ছিলেন : চসিক মেয়র

একাত্তরে যেসব বুদ্ধিজীবীকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে, তারা দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড ছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ছিলেন বুদ্ধিজীবীরা; যারা ছিলেন দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড।

শহীদ বুদ্ধিজীবী দিবসে রোববার (১৪ ডিসেম্বর) নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, শহীদুল্লা কায়সার, জহির রায়হান, ডা. আব্দুল আলিম, গোবিন্দচন্দ্রসহ অনেকে প্রাণ দিয়ে দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড গঠনের দায়িত্ব পালন করছিলেন। তাদের আত্মত্যাগের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তবে স্বাধীনতার আদর্শ-ন্যায্যতা, সাম্য, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার আজও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।

মেয়র আরও বলেন, লক্ষ রাখতে হবে, আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। বিগত নির্বাচনের ইতিহাস দেখায়, জনগণ বহু বছর সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভোটের অভিজ্ঞতা পায়নি। এবার তারা উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।

ডা. শাহাদাত বলেন, শহীদরা স্বাধীন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। আমরা যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ চাই, তবে হারানো অধিকার পুনরুদ্ধার করতে হবে। ভোটারের অংশগ্রহণ এবং আমার ভোট আমি দেব চর্চার পুনর্জাগরণ এ সময়ে প্রয়োজন।

শ্রদ্ধা নিবেদনের সময় মেয়রের সঙ্গে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow