শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান

2 weeks ago 9

রাজধানীর কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটির বাস্তবায়ন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাফনের কাপড় পরে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। 

বুধবার (১৩ আগস্ট) এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আব্দুর রহিম ও তার সন্তান অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশী ও বস্তিবাসীরা উপস্থিত ছিলেন। 

কর্মসূচিতে আব্দুর রহিম ‘কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প’ দুটি বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। দাবি না মানলে আগামী সোমবার (১৮ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

এর আগে, সোমবার (১১ আগস্ট) সচিবালয়ের গেইটে প্রতীকী অনশন করতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের পক্ষ থেকে তখন শহীদ মিনারে এই প্রতীকী অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়। তখন মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পের বিস্তারিত শুনে সচিব আগামী এক মাসের মধ্যে সমাধানের আশ্বাস দেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়।

শহীদ মিনারে প্রতীকী অবস্থান কর্মসূচিতে আব্দুর রহিম আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে গত ৯ আগস্ট থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। যত বাধা দেয়া হোক না কেন, আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো।

Read Entire Article