উন্নত চিকিৎসার অভাবে মারা যাওয়া মো. আশিকুর রহমান হৃদয়ের (১৭) পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। রোববার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন শহীদের পরিবারের সঙ্গে দেখা করেন।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে হৃদয়ের বাবা আনসার হাওলাদারের হাতে একটি অটোরিকশা ও নগদ অর্থ তুলে দেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, একজন সাহসী তরুণের মৃত্যুর খবর আমাদের নাড়া দিয়েছে। তার পরিবারের কষ্ট লাঘবে আমরা যতটুকু সম্ভব সহায়তা করছি। একজন বাবা যেন সন্তান হারিয়ে সম্পূর্ণ ভেঙে না পড়েন সেজন্য তাকে একটি অটোরিকশা দেওয়া হয়েছে। এছাড়া তার ছোট ছেলের চিকিৎসা যেন সঠিকভাবে হয় সেটিও আমরা নিশ্চিত করব।
মো. আশিকুর রহমান হৃদয় ৪ এপ্রিল বিকেলে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/জিকেএস