শহীদদের প্রত্যাশা বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত সম্মান জানানো হবে: উপদেষ্টা হাসান আরিফ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রত্যাশার বাস্তবায়ন তখনই হবে যখন তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে। তিনি বলেন, বৈষম্যহীন নিরাপদ সমাজ গঠনে সংস্কারের প্রত্যাশায় বর্তমান সরকার গঠিত হয়েছে। আর এ জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, এসব কমিশন এর মাঝেই সংস্কারের জায়গাগুলো চিহ্নিত করা শুরু করেছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যেসব সংস্কার এখনই করা সম্ভব, সেগুলো করা হবে। সংস্কারের মাধ্যমে সিস্টেমকে এমনভাবে দাঁড় করানো হবে যে, পরবর্তীতে ব্যক্তি বা সরকারের পরিবর্তন হবে কিন্তু সিস্টেম থেকে যাবে।