শহীদদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন উপদেষ্টা ফারুকী

5 months ago 88

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহে চট্টগ্রামে বাড়ি-বাড়ি যাচ্ছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১ জুন) তিনি শহিদ ফয়সাল আহমেদ শান্তর লালখান বাজারের বাড়িতে যান। এ সময় শান্তর মা তার ব্যবহৃত পোশাক ও সামগ্রী তুলে দিয়ে বিচারের দাবি জানান।

এ সময় ফারুকী বলেন, শহীদদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের পরিবারের অভিজ্ঞতা ও শোক আমরা সংরক্ষণ করছি ‘জুলাই জাদুঘর’-এর জন্য। চট্টগ্রাম থেকে শুরু হলেও, আগামী দেড় মাসে সারাদেশ ঘুরে এ কাজ সম্পন্ন করা হবে। ৫ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ উদ্বোধনের লক্ষ্য আমাদের।

তিনি জানান, শুধু বস্তু নয়, শহীদ পরিবারের শূন্যতা ও যন্ত্রণাও যেন দর্শনার্থীদের মনে স্থান পায়, সে লক্ষ্যে ফটো ও ভিডিও ডকুমেন্টেশনও করা হচ্ছে।

বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিচার নিয়ে অত্যন্ত মনোযোগী। নিয়মতান্ত্রিক জটিলতা থাকলেও আমরা নিশ্চিত, প্রতিটি মামলার সঠিক বিচার হবে। মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে শুরু হয়েছে।

পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, জুলাই শুধু বীরত্বের নয়, একইসঙ্গে বেদনার গল্প। আমরা চাই তা যেন ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে স্থান পায়।

শান্তর বাসা থেকে ফিরে তিনি শহীদ শহিদুল ইসলাম ও মো. ফারুকের পরিবারের সঙ্গেও দেখা করেন এবং তাদের ব্যবহৃত স্মৃতিবিজড়িত সামগ্রী সংগ্রহ করেন। এর আগে কক্সবাজারের চকরিয়ায় শহীদ ওয়াসিম আকরামের বাড়িতেও যান উপদেষ্টা।

Read Entire Article