শহুরে ব্যস্ততায় স্বস্তি দিতে আমিন মোহাম্মদ এগ্রোর প্রাকৃতিক পিকনিক স্পট

রাজধানীর ব্যস্ত জীবনের চাপ থেকে কিছু সময় মুক্তি পেতে চাইলে শহরের খুব কাছে প্রাকৃতিক পরিবেশে পিকনিক করার সুযোগ দিচ্ছে আমিন মোহাম্মদ এগ্রো লিমিটেড। প্রতিষ্ঠানটির পিকনিক স্পটটি গড়ে উঠেছে সবুজে ঘেরা পরিবেশে, যেখানে পুকুর পাড়ের শীতল বাতাস ও নীরবতার মাঝে পরিবার, বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের সঙ্গে সময় কাটানো যায়। এগ্রোতে রয়েছে বাচ্চাদের জন্য ইনডোর ও আউটডোর কিডস জোন, যেখানে তারা খেলার পাশাপাশি শিখতে ও মজা করতে পারে। প্যাটিং জ্যুতে ভেড়া, গরুর-বাছুর, হাঁস-মুরগি খাওয়ানোর সুযোগ থাকায় শিশুদের জন্য এটি আনন্দের জায়গা। এ ছাড়া ক্যামেল অবজারভেশন ডেকে উট বা ক্যামেলকে নিরাপদ দূরত্ব থেকে খাওয়ানোর সুযোগ রয়েছে। বড়দের জন্য রয়েছে কায়কিং, নৌকা ভ্রমণ এবং ওয়াটার সাইক্লিং সুবিধা। পাশাপাশি পুকুর পাড়ে বসার জন্য আছে হ্যামক ও ঝুলন্ত বিছানা, যা সতেজ বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আদর্শ। খেলাধুলার জন্য প্রতিষ্ঠানে রয়েছে প্রশস্ত মাঠ, যেখানে ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টনের সুবিধা আছে। রাতে আয়োজন করা হয় বনফায়ার ও বারবিকিউ, যা পিকনিককে আরও আনন্দদায়ক করে তোলে। এগ্রোতে ডে-লং প্যাকেজ ও রুমসহ প্যাকেজ পাওয়া যায়। এ

শহুরে ব্যস্ততায় স্বস্তি দিতে আমিন মোহাম্মদ এগ্রোর প্রাকৃতিক পিকনিক স্পট

রাজধানীর ব্যস্ত জীবনের চাপ থেকে কিছু সময় মুক্তি পেতে চাইলে শহরের খুব কাছে প্রাকৃতিক পরিবেশে পিকনিক করার সুযোগ দিচ্ছে আমিন মোহাম্মদ এগ্রো লিমিটেড। প্রতিষ্ঠানটির পিকনিক স্পটটি গড়ে উঠেছে সবুজে ঘেরা পরিবেশে, যেখানে পুকুর পাড়ের শীতল বাতাস ও নীরবতার মাঝে পরিবার, বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের সঙ্গে সময় কাটানো যায়।

এগ্রোতে রয়েছে বাচ্চাদের জন্য ইনডোর ও আউটডোর কিডস জোন, যেখানে তারা খেলার পাশাপাশি শিখতে ও মজা করতে পারে। প্যাটিং জ্যুতে ভেড়া, গরুর-বাছুর, হাঁস-মুরগি খাওয়ানোর সুযোগ থাকায় শিশুদের জন্য এটি আনন্দের জায়গা। এ ছাড়া ক্যামেল অবজারভেশন ডেকে উট বা ক্যামেলকে নিরাপদ দূরত্ব থেকে খাওয়ানোর সুযোগ রয়েছে।

বড়দের জন্য রয়েছে কায়কিং, নৌকা ভ্রমণ এবং ওয়াটার সাইক্লিং সুবিধা। পাশাপাশি পুকুর পাড়ে বসার জন্য আছে হ্যামক ও ঝুলন্ত বিছানা, যা সতেজ বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আদর্শ।

খেলাধুলার জন্য প্রতিষ্ঠানে রয়েছে প্রশস্ত মাঠ, যেখানে ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টনের সুবিধা আছে। রাতে আয়োজন করা হয় বনফায়ার ও বারবিকিউ, যা পিকনিককে আরও আনন্দদায়ক করে তোলে।

এগ্রোতে ডে-লং প্যাকেজ ও রুমসহ প্যাকেজ পাওয়া যায়। এছাড়া করপোরেট সেমিনার, অফিস প্রোগ্রাম, জন্মদিন ও গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজনেরও সুযোগ রয়েছে।

আমিন মোহাম্মদ এগ্রো মূলত ডেইরি, বুল ফ্যাটেনিং, ফিশারিজ, প্ল্যাট্রি ব্যবসার পাশাপাশি ফরমালিন মুক্ত ফল-ফলাদি ও সবজি উৎপাদন করে। ফার্মের মধ্যেই সাজানো হয়েছে দর্শনীয় পিকনিক স্পট, যা শহরের কাছাকাছি অবস্থান করায় সহজে পৌঁছানো যায়।

এগ্রোটির অবস্থান মিরপুর-বেরিবাঁধ রোডে, বিরুলিয়া ব্রিজ পার হয়ে আকরান বাজারের পাশ দিয়ে ডানদিকে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সিয়াল সংলগ্ন রজনীগন্ধ্যায়। সুবিধাজনক প্যাকেজ ও আরও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ০১৮৯৭-৬০৭ ৫৫৬ ও ০১৮৯৭-৬০৭ ৫৬৬ নাম্বারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow