শাকিব-নিশোর কাঁধে কাঁধ, বিস্ফোরক মন্তব্য জয়ের

2 months ago 7

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বড় পর্দায় অভিষেকের পর থেকে ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে নানা সময়ে খোঁচাখুঁচি কথাবার্তা নিয়ে উঠে আসেন আলোচনায়। মিডিয়াপাড়ায় জোর গুঞ্জন, মেগাস্টারের সঙ্গে অভিনেতা নিশোর সম্পর্ক মোটেও ভালো নয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময়ে তুলনামূলক মন্তব্য করে উত্তাল করে রাখে শাকিব ও নিশো ভক্তরা।

সম্প্রতি জমকালো এক অনুষ্ঠানে একই মঞ্চে মজার ছলে একই গানে কোমর দুলিয়ে অবাক করে দেন শাকিব-নিশো দুজনই। কেউ কেউ ভাবছেন দুজনের মধ্যকার বরফ গলছে। তারপরও কিছু সংখ্যক ভক্ত নিজের চোখকে বিশ্বাস করতে নারাজ। 

তবে মঙ্গলবার সন্ধ্যায় সব জল্পনা-কল্পনাকে নশ্বি করে দিয়ে পরিচালক রায়হান রাফীর সামাজিক মাধ্যমের পোস্টে কাঁধে কাঁধ মিলিয়ে নজরে আসেন শাকিব ও নিশো। এতেই স্পষ্ট ধারণা পাওয়া যায়, শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় গেস্ট অ্যাপিয়ারেন্সে থাকছেন  আফরান নিশো।

ঢাকাই সিনে ইন্ডাস্ট্রিতে আলোচনার জন্ম দেওয়া এই ছবিটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন আলোচিত উপস্থাপক এবং অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ছবিটি শেয়ার করে জয় লিখেছেন, ‘‘মনোমালিন্যের অবসান হয় না রে পাগল। সবই ব্যবসায়ীদের হাতের পুতুল। যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ? যে ভক্তরা গত দুই বছর ধরে যুদ্ধ করল- ওদেরও মিলায়ে দেন। অথবা এরপর বলে দেবেন ভক্তরা যেন মাতামাতি না করে। কারণ দিনশেষে অঙ্কটা আপনারাই মিলান। মাঝে ঝগড়া, বিবাদ, ফ্যাসাদ। রায়হান রাফী এবং শাকিব খান জুটির সিনেমা এমনিতেই ব্লকবাস্টার হবে। নিশো তাণ্ডবকে এক্সট্রা মাইলেজ দেবে নিঃসন্দেহে।’’


শুধু তাই নয়, ভবিষ্যতে নিশোর একক নায়ক হিসেবে করা সিনেমাগুলো রিস্কে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জয়। এ ধরনের বিস্ফোরক মন্তব্যের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হচ্ছেন তিনি। মন্তব্য ঘরে এক ভক্ত লিখেছেন, ‘‘জয় ভাই, আপনি হচ্ছেন একজন হিপোক্রেট এবং হিংসাত্মক মনোভাবাপন্ন মানুষ!’’ 

সময় বদলেছে, বদলেছে মিডিয়ার ভাষা এবং সম্পর্কের সংজ্ঞা। প্রতিদ্বন্দ্বিতা আজ শুধুই হয়তো পর্দায়, পেছনের গল্পটা অনেকটাই ভিন্ন। ভক্তদের মাতামাতি, মিডিয়ার জল্পনা-কল্পনার মাঝে শিল্পীরা যদি একসঙ্গে কাজ করতে পারেন, সেটাই হয়তো পেশাদারিত্বের বড় উদাহরণ। ‘তাণ্ডব’ ছবিতে নিশোর উপস্থিতি সিনেভক্তদের মনে কতটা ‘তাণ্ডব’ ঘটায় তা সময়ই বলে দেবে। 
 

Read Entire Article