শাকিবকে নিয়ে কী এমন বললেন জাহিদ হাসান

2 months ago 9

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। প্রায় তিন দশক ধরে কাজ করে যাচ্ছেন তিনি। দুই দশক ধরে বলা চলে একচ্ছত্র আধিপত্য নিয়ে সিনেমা করছেন। হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রির সবেধন নীলমনি। তার নামে সিনেমায় টাকা লগ্নি হয়। তার নামেই প্রেক্ষাগৃহে উপচে পড়ে দর্শক। আবার তার এই জমকালো সময়টাতেই একে একে কমেছে সিনেমা হলের সংখ্যাও। তাই শাকিব খানকে নিয়ে আলোচনা ও সমালোচনা দুই-ই চলে।

ভক্ত-অনুরাগীরা শাকিবকে নানা নামেই ভূষিত করে সম্মান দিয়ে থাকেন। কেউ বলেন কিং খান, কেউ বলেন সুপারস্টার। অনেকে আবার মেগাস্টার বলেও তাকে অভিহিত করেন। এসব উপাধির বিরোধিতাও করেন অনেকে নানা যুক্তি তুলে ধরে।

গুণী অভিনেতা জাহিদ হাসানও বললেন, ‘মেগাস্টার’ শব্দটি কানে লাগে। তিনি অবশ্য শাকিব খানের স্টারডম, ইন্ডাস্ট্রিতে তার অবদানকে বড় করেই দেখছেন। তবে উপাধি ব্যবহারের ক্ষেত্রে খানিকটা বিনয়ী হওয়া উচিত বলে মনে করেন তিনি। তার এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সম্প্রতি এক লাইভ টক শোতে ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া নিজের অভিনীত ছবি ‘উৎসব’ নিয়ে কথা বলতে গিয়ে এই প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেন জাহিদ হাসান। বলেন, ‘আমাদের এখানে শাকিব খানের নামের আগে মেগাস্টার শব্দটা ব্যবহার করা হয়। অন্যদের বলা হয় শুধু চিত্রনায়ক। এটা কেন হয় বুঝি না। তিনি তো একজন অভিনেতা, বাকিরাও তাই। এই শব্দটা আমার কানে লাগে।’

এবারের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে শাকিব খানের ‘তাণ্ডব’ এবং জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’ ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুক্তির পর থেকে ‘উৎসব’-এর জনপ্রিয়তা বেড়েছে, আয়ের দিক থেকেও ছবিটি ‘তাণ্ডব’-কে ছাড়িয়ে গেছে। এমনকি চতুর্থ সপ্তাহেও বেশ কিছু হলে প্রদর্শিত হচ্ছে ‘উৎসব’।

এই সাফল্য নিয়ে প্রশ্ন করলে জাহিদ হাসান বলেন, ‘শেক্সপিয়ারের একটা কথা আছে ‘কোনো কিছু হওয়া বড় কথা না, বড় কথা হলো সেটা হয়ে থাকা।’ অনেকগুলো হলে মুক্তি পেলেই সব শেষ হয়ে যায় না। শেষ পর্যন্ত দর্শক টিকিয়ে রাখতে না পারলে, সেটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। যত বিনয়ের সঙ্গে কাজ করা যায়, ততই ভালো।’

তবে ব্যক্তিগত প্রতিযোগিতার জায়গায় যেতে চান না জাহিদ হাসান। বরং তিনি চান, সব সিনেমা একসঙ্গে ভালো চলুক। ‘তাণ্ডব, উৎসব, নীলচক্র, ইনসাফ- সবই তো আমাদের সিনেমা। দর্শক যেন সব সিনেমা দেখে, এবং আমাদের সিনেমা শিল্প আরও সমৃদ্ধ হয়’, -বলেন তিনি।

এলআইএ/এমএস

Read Entire Article