শাকিবের সিনেমায় এবার হলিউডের নায়িকা ও ভিলেন

2 months ago 6

ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা এখনো আলোচনায়। হলে হলে ভিড় জমাচ্ছেন দর্শক। ইতোমধ্যে তার পরবর্তী প্রজেক্ট নিয়েও শোরগোল শুরু হয়েছে। গুঞ্জন চলছে, এবার আন্তর্জাতিক পরিসরে আরও বড় ক্যানভাসে দেখা যাবে ঢালিউড সুপারস্টারকে।

জানা গেছে, ‘এম আর নাইন’ খ্যাত নির্মাতা আসিফ আকবরের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। পরিচালকের সঙ্গে এরই মধ্যে একাধিকবার বৈঠক করেছেন নায়ক। চূড়ান্ত হয়েছে সিনেমার কনসেপ্ট ও প্রাথমিক গল্প।

এই মুহূর্তে চলছে চিত্রনাট্য নির্মাণের কাজ। সব ঠিক থাকলে আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় শাকিবের উপস্থিতিতেই হবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে। তাদের একজন বাংলাদেশের হলেও অন্যজন আসবেন হলিউড থেকে। তবে এবার নাম সবস্ব কোনো অভিনেত্রী নন, হলিউডের একজন পরিচিত মুখই থাকবেন শাকিবের বিপরীতে।

শুধু তাই নয়, সিনেমার খলনায়কের চরিত্রেও থাকবেন একজন হলিউডের জনপ্রিয় এক অভিনেতা। বলার অপেক্ষা রাখে না, গুঞ্জন সত্যি হলে শাকিবের ক্যারিয়ার তো বটেই বাংলাদেশি সিনেমার ইতিহাসটাও নতুন করে লেখা হবে।

জানা গেছে, বড় বাজেটের এই প্রজেক্টটি হতে যাচ্ছে একটি ক্রাইম থ্রিলার। নির্মাতাদের পরিকল্পনা, ২০২৬ সালে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার।

এদিকে শোনা গেল, ‘তাণ্ডব’-এর সিকুয়েল নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী। একই সঙ্গে শাকিব খানকে ঘিরে আরও কয়েকটি সম্ভাব্য সিনেমার গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে। কয়েক দিন আগে সেনাবাহিনীর অফিসার লুকে শাকিব খানের একটি ছবি ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে, তরুণ নির্মাতা সাকিব ফাহাদের একটি সিনেমার লুক সেটি। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এলআইএ/জিকেএস

Read Entire Article