শাকিবের ‘সোলজার’ নিয়ে যা বললেন আনাম খান

মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রইদ’ যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে (রটারডাম)। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত অভিনেতা তারিক আনাম খান। তিনি এই সিনেমায় অভিনয় না করলেও, দেশের সিনেমা বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ায় গর্ববোধ করছেন। পাশাপাশি তিনি কথা বলেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়েও। ‘রইদ’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই অভিনেতা বলেন, “সিনেমাটি একটি বড় ফেস্টিভ্যালে (রটারডাম) মেইন কম্পিটিশনে যাচ্ছে, যা এদেশের মানুষ হিসেবে আমাদের জন্য গর্বের। আমি এই সিনেমায় অভিনয় করছি না, গল্পের বিস্তারিতও জানি না। কিন্তু মেজবাউর রহমান সুমন এর আগে ‘হাওয়া’ দিয়ে প্রমাণ করেছেন তিনি মাটির গল্প বলতে জানেন। আমাদের মিথ ও পেশার সঙ্গে সংশ্লিষ্ট গল্প তিনি পর্দায় তুলে আনেন। আমার বিশ্বাস ‘রইদ’ পুরস্কার জিতবে।” তিনি দর্শকদের আহ্বান জানিয়ে বলেন, ‘যত বেশি মানুষ হলে গিয়ে সিনেমা দেখবে, আমাদের ইন্ডাস্ট্রি তত এগিয়ে যাবে।’ ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় কাজ করছেন এই অভিনেতা। সিনেমাটি এবং এই নায়ককে নিয়ে বলেন, ‘

শাকিবের ‘সোলজার’ নিয়ে যা বললেন আনাম খান

মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রইদ’ যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে (রটারডাম)। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত অভিনেতা তারিক আনাম খান। তিনি এই সিনেমায় অভিনয় না করলেও, দেশের সিনেমা বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ায় গর্ববোধ করছেন। পাশাপাশি তিনি কথা বলেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়েও।

‘রইদ’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই অভিনেতা বলেন, “সিনেমাটি একটি বড় ফেস্টিভ্যালে (রটারডাম) মেইন কম্পিটিশনে যাচ্ছে, যা এদেশের মানুষ হিসেবে আমাদের জন্য গর্বের। আমি এই সিনেমায় অভিনয় করছি না, গল্পের বিস্তারিতও জানি না। কিন্তু মেজবাউর রহমান সুমন এর আগে ‘হাওয়া’ দিয়ে প্রমাণ করেছেন তিনি মাটির গল্প বলতে জানেন। আমাদের মিথ ও পেশার সঙ্গে সংশ্লিষ্ট গল্প তিনি পর্দায় তুলে আনেন। আমার বিশ্বাস ‘রইদ’ পুরস্কার জিতবে।”

তিনি দর্শকদের আহ্বান জানিয়ে বলেন, ‘যত বেশি মানুষ হলে গিয়ে সিনেমা দেখবে, আমাদের ইন্ডাস্ট্রি তত এগিয়ে যাবে।’

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় কাজ করছেন এই অভিনেতা। সিনেমাটি এবং এই নায়ককে নিয়ে বলেন, ‘শাকিব খান এমন একজন অভিনেতা যে চরিত্রকে নিজের মধ্যে ধারণ করে। সে নিজেকে বারবার পরিবর্তন করছে। শাকিব ও ফাহাদসহ পুরো টিম এর পেছনে বিশাল শ্রম দিচ্ছে।’

সিনেমাটির জনরা সম্পর্কে তিনি আভাস দিয়ে বলেন, “আমি যতটুকু কাজ করেছি, তাতে মনে হয়েছে ‘সোলজার’ কিছুটা পলিটিক্যাল ঘরানার সিনেমা। তবে এর সঙ্গে প্রচুর এন্টারটেইনমেন্ট ও নাটকীয়তা আছে। আশা করি দর্শকরা এটি উপভোগ করবেন।”

দেশের সিনেমার বর্তমান সময়কে ‘নতুন যুগ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘আমাদের সিনেমা এখন নতুন ধারণার দিকে এগোচ্ছে। নতুন মেকাররা আসছেন। তবে এর জন্য সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।’

নতুন বছরের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘২০২৪ ছিল আকর্ষণের, ২০২৫ ছিল আক্রমণের। ২০২৬ নিশ্চয়ই ভালো হবে। প্রতিদিন যেমন নতুন সূর্য ওঠে, তেমনি আমাদের সংস্কৃতি ও চলচ্চিত্রও নতুন আলো দেখবে বলে আমি বিশ্বাস করি।’

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow