শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলা

8 hours ago 2

রাজধানীতে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। মেলার আয়োজন করেছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ব্যবসায় প্রশাসন বিভাগ।

রোববার (১৭ আগস্ট) উত্তরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হয়। 

দিনব্যাপী আয়োজিত এ মেলায় ব্যাবিলন গ্রুপ, ট্যালেন্ট শাপনার, হামিম গ্রুপ, স্কাইটেক, টালি সলিউশনস বাংলাদেশ, অনন্ত কোম্পানি, আল কিমনে ইন্টারন্যাশনাল ও আই এফ ভিসার কর্মকর্তারা নিজ নিজ স্টলে শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ করেন। কোম্পানিগুলো আনুমানিক ৪০ জন ইন্টার্ন স্টুডেন্টদের সুযোগ দেন। এসব শিক্ষার্থীকে পরবর্তীতে পূর্ণকালীন চাকরি সুবিধার আওতায় আনা হবে। অনুষ্ঠানে প্রায় ৫০০ জন বিবিএ এবং এমবিএ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ড. মো. সোহেল মোস্তফা ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. বেহজাদ নুরসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।

মেলায় পরবর্তীতে আলোচনা অনুষ্ঠানে প্রত্যেক কোম্পানির প্রতিনিধিরা মার্কেটে বিবিএ ও এমবিএ ডিগ্রিধারীদের চাকরির চাহিদা এবং তারা কী কী সুযোগ-সুবিধা দিচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিকেলে উপস্থিত অতিথিদের মাঝে পুরস্কার প্রদান, ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তৃতার মাধ্যমে আয়োজন শেষ হয়।
 

Read Entire Article