শান্তর ঝড়ে রাজশাহীর বড় জয়
চোটে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হয়নি নাজমুল হোসেন শান্তর। ফেরার লড়াইয়ে তাই জাতীয় লিগের (এনসিএল) সংক্ষিপ্ত সংস্করণেই ঝড় তুলছেন জাতীয় দলের নিয়মিত এই অধিনায়ক। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন রাজশাহী বিভাগের নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন। যদিও বাঁ হাতি এই ব্যাটারের ছন্দের পরও সেমি ফাইনালে উঠা হয়নি রাজশাহীর। মাত্র দুই জয়ে টেবিলের সপ্তম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। তবে হেরেও রানরেটে এগিয়ে থাকায় সেমিতে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম। কিন্তু জিতেও রানরেটে পিছিয়ে থাকায় সেমিতে উঠা হয়নি ঢাকার। এ ছাড়াও গ্রুপ পর্বের সবকয়টিতে জয়ের রেকর্ড ধরে রেখেছে ঢাকা মেট্রো। শেষ ম্যাচে হারলেও দ্বিতীয়স্থান ধরে রেখেছে রংপুর বিভাগ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২নং গ্রাউন্ডে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ১৭ রানে হারিয়ে শীর্ষস্থান মজবুত করে ঢাকা মেট্রো। আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫৮ রান তোলে ঢাকা মেট্রো। রান তাড়ায় ৯ উইকেটে ১৪১ পর্যন্ত যেতে পারে চট্টগ্রাম। ৫৬ রানের দারুণ এক ইনিংসে ম্যাচসেরা হন শামসুর রাহমান শুভ। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করে একই দলের মার্শাল আইয়ুব।
সকালে হওয়া দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল মাঠে ৮ উইকেটে ১৮১ রান তোলে রাজশাহী। ৪৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন অধিনায়ক নাজমুল হোসেন। বড় লক্ষ্য তাড়ায় সেমির সমীকরণ মেলাতে পারেনি সিলেট বিভাগ। জিসান আলমের ঝোড়ো ইনিংসের পরও ২৬ রানে হেরেছে তারা। ম্যাচসেরা হন নাজমুল হোসেন। তার দলের মতোই বাদ পড়ে গেছে স্বাগতিক সিলেটও।
বিকেলে হওয়া ম্যাচগুলোর মধ্যে ৩৪ রানের জয়ে সেমিতে উঠে খুলনা। আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৯৫ রান তোলে তারা। জবাবে ছন্দে থাকা রংপুর ৯ উইকেটে তোলে ১৬১ রান। খুলনার হয়ে ৭১ রানের ইনিংসে ম্যাচসেরা হন মোহাম্মদ মিঠুন। এ ছাড়াও ৪১ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। একই সময় হওয়া সিলেট স্টেডিয়ামের মূল মাঠে ১৯ রানে জিতেও সেমিতে জায়গা হয়নি ঢাকা বিভাগের। আগে ব্যাটিং করে ১০ উইকেটে ১৭৮ রান তোলে ঢাকা। জবাবে ৬ উইকেটে ১৫৯ রানে গিয়ে থেমেছে বরিশাল বিভাগ। ৬ পয়েন্ট নিয়েও রানরেটের জন্য সেমিতে না উঠার আফসোস থেকে গেল ঢাকার।