শান্তর শতকে উদ্বোধনী ম্যাচে রাজশাহীর দাপুটে জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে ব্যাটিং ঝড় তুলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট টাইটান্সের দেওয়া ১৯১ রানের লক্ষ্য ২ বল ও ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় নাজমুল হোসেন শান্তর দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী। ব্যাট করতে নেমে শুরুটা আক্রমণাত্মক করে সিলেট। সাইম আইয়ুব ১৫ বলে ২৮ রান করে ভালো সূচনা দিলেও দ্রুতই ফেরেন। এরপর রনি তালুকদার (৪১) ও হযরতউল্লাহ জাজাই (২০) ইনিংস টানার চেষ্টা করেন। তবে মিডল ওভারে রাজশাহীর বোলাররা ম্যাচে ফেরে। ইনিংসের শেষ ভাগে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। ৩৩ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংসে চারটি চার ও পাঁচটি ছক্কায় স্কোর বড় করেন তিনি। আফিফ হোসেনও ১৯ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান তোলে সিলেট। রাজশাহীর হয়ে সন্দ্বীপ লামিচানে ২টি এবং বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব ১টি করে উইকেট নেন। ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর শুরুটা খুব মসৃণ না হলেও দ্রুত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। ওপেনার তানজিদ হাসান ও সাহিবজাদা ফারহান দ্রুত ফির

শান্তর শতকে উদ্বোধনী ম্যাচে রাজশাহীর দাপুটে জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে ব্যাটিং ঝড় তুলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট টাইটান্সের দেওয়া ১৯১ রানের লক্ষ্য ২ বল ও ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় নাজমুল হোসেন শান্তর দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী। ব্যাট করতে নেমে শুরুটা আক্রমণাত্মক করে সিলেট। সাইম আইয়ুব ১৫ বলে ২৮ রান করে ভালো সূচনা দিলেও দ্রুতই ফেরেন। এরপর রনি তালুকদার (৪১) ও হযরতউল্লাহ জাজাই (২০) ইনিংস টানার চেষ্টা করেন। তবে মিডল ওভারে রাজশাহীর বোলাররা ম্যাচে ফেরে।

ইনিংসের শেষ ভাগে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। ৩৩ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংসে চারটি চার ও পাঁচটি ছক্কায় স্কোর বড় করেন তিনি। আফিফ হোসেনও ১৯ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান তোলে সিলেট। রাজশাহীর হয়ে সন্দ্বীপ লামিচানে ২টি এবং বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব ১টি করে উইকেট নেন।

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর শুরুটা খুব মসৃণ না হলেও দ্রুত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। ওপেনার তানজিদ হাসান ও সাহিবজাদা ফারহান দ্রুত ফিরলেও এরপর যা ঘটে, তা ছিল পুরোপুরি শান্ত–মুশফিক শো।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন অনবদ্য এক শতক। ৬০ বলে অপরাজিত ১০১ রানে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। অন্য প্রান্তে মুশফিকুর রহিম ৩১ বলে অপরাজিত ৫১ রান করে ম্যাচ সহজ করে দেন। তৃতীয় উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ১২.৬ ওভারেই ১০০ রান যোগ হয়।

শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ২ উইকেটে ১৯২ রান তুলে নেয় রাজশাহী। সিলেটের বোলারদের মধ্যে মিরাজ ও খালেদ আহমেদ একটি করে উইকেট পেলেও বড় জুটি ভাঙতে পারেননি।

এই জয়ে বিপিএলের ১২তম আসর শুরু হলো রাজশাহীর শক্ত বার্তা দিয়ে—এই মৌসুমে তারাই হতে পারে শিরোপার বড় দাবিদার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow