শান্তি ও সংলাপের আহ্বান ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই শান্তি ও সংলাপের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি ওয়াশিংটনের সঙ্গে সংঘাতের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা ও সংলাপের ওপর জোর দেন। বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলা শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে “ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক সম্মানভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক” গড়ে তোলার আহ্বান জানান। তিনি লেখেন, “আমাদের দেশ কোনো ধরনের বাহ্যিক হুমকি ছাড়াই সম্মান ও আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশে বসবাস করতে চায়।” একই সঙ্গে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর গুরুত্বারোপ করেন তিনি। রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলার কূটনৈতিক অবস্থান ‘সার্বভৌম সমতা’ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে পরিচালিত। তিনি আরও বলেন, “আমরা যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানাই—যৌথ উন্নয়নের লক্ষ্যে সহযোগিতামূলক একটি এজেন্ডায় আমাদের সঙ্গে কাজ করতে।” বিবৃতিতে তিনি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দীর্ঘদিনের অবস্থানের কথাও উল্লেখ করেন,
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই শান্তি ও সংলাপের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি ওয়াশিংটনের সঙ্গে সংঘাতের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা ও সংলাপের ওপর জোর দেন।
বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলা শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে “ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক সম্মানভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক” গড়ে তোলার আহ্বান জানান।
তিনি লেখেন, “আমাদের দেশ কোনো ধরনের বাহ্যিক হুমকি ছাড়াই সম্মান ও আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশে বসবাস করতে চায়।”
একই সঙ্গে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর গুরুত্বারোপ করেন তিনি। রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলার কূটনৈতিক অবস্থান ‘সার্বভৌম সমতা’ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে পরিচালিত।
তিনি আরও বলেন, “আমরা যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানাই—যৌথ উন্নয়নের লক্ষ্যে সহযোগিতামূলক একটি এজেন্ডায় আমাদের সঙ্গে কাজ করতে।”
বিবৃতিতে তিনি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দীর্ঘদিনের অবস্থানের কথাও উল্লেখ করেন, যেখানে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে ডেলসি রদ্রিগেজ বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমাদের জনগণ ও আমাদের অঞ্চল যুদ্ধ নয়, শান্তি ও সংলাপই চায়।” তিনি দাবি করেন, এই বার্তাই বর্তমানে পুরো ভেনেজুয়েলার জনগণের অনুভূতির প্রতিফলন।
বিবৃতির শেষাংশে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ভেনেজুয়েলার জনগণের রয়েছে।
তিনি লেখেন, “ভেনেজুয়েলার শান্তি, উন্নয়ন, সার্বভৌমত্ব ও একটি ভবিষ্যৎ পাওয়ার অধিকার রয়েছে।”
What's Your Reaction?