বিশ্বব্যাপী চলমান হানাহানি-মারামারি, যুদ্ধবিগ্রহ প্রত্যক্ষ করিয়া অনেকে আধুনিক সভ্যতার উপর বিষোদ্গার করিয়া থাকেন। তাহাদের সোজাসাপটা অভিযোগ হইল, 'তথাকথিত বিশ্বসভ্যতা'ই জাতিগুলিকে ক্রমাগত যুদ্ধের দিকে ঠেলিয়া দিতেছে। ঘরে ডাকাত পড়িলে তাহার সহিত মিষ্ট এবং শিষ্ট আলাপ করা সম্ভবত কেবল ফেরেশতার পক্ষেই স্বাভাবিক এবং মানুষ যেইহেতু ফেরেশতা নহে, অতএব সকলে সভ্যতার উপরেই দোষ চাপাইতে চাহিবেন; কিন্তু... বিস্তারিত