বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, মতিঝিলের শাপলা চত্বরের শহীদরা ইসলামের স্বার্থে জীবন উৎসর্গ করে যে গৌরবময় ইতিহাস রচনা করেছেন, তা চিরন্তন। এই চেতনা আমাদের আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ’২৪ মের কনফারেন্স শুধু একটি অনুষ্ঠান নয় বরং শহীদদের স্মরণে আমাদের ঈমানি দায়িত্ব। দেশবাসীর দোয়া, অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।
বৃহস্পতিবার (২২ মে) রাজধানীতে শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে এক বিশেষ বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে ‘শাপলা চত্বর: শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা’ শীর্ষক ঐতিহাসিক কনফারেন্স বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। যা আগামী ২৪ মে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় জানানো হয়, শহীদদের স্মরণে একটি মানসম্মত ডকুমেন্টারি নির্মাণ এবং একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। কনফারেন্সে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা উপস্থিত থেকে তাদের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরবেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুসা আল হাফিজ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, দৈনিক আমার দেশের সহ-সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালী, শায়খুল হাদীস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, হেফাজতের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সালাহউদ্দিন মাসউদ, মাওলানা আল আবিদ শাকির, জাকির হুসাইন, কামাল উদ্দিন, আরিফুর রহমান, মুহাম্মাদ আব্দুল আজিজ ও আশরাফুল ইসলাম সাদ প্রমুখ।

5 months ago
93









English (US) ·