শাবিপ্রবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা

2 months ago 7

নিজ ক্যাম্পাসের ধর্ষণের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ ঘটনায় ভিক্টিম বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় মামলা করেছেন।

শুক্রবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মুহাম্মদ শামছুল হাবিব।

তিনি বলেন, ভিক্টিম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিন জনের নামে মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফৌজদারী মামলাটি কোতোয়ালী থানায় রেকর্ড করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ। এছাড়া আরও তিনজন অজ্ঞাত রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মে রাতে রিকাবী বাজারে কনসার্টে যাওয়ার জন্য আখালিয়া খুলিয়াপাড়াস্ত শান্ত তারা আদনানের মেসে যান ওই ছাত্রী। তখন তাকে কোল ড্রিংক্স পান করতে দেন আদনান। ঐসময় পার্থকে কল দিয়ে কনসার্ট চলছে কি না জানতে চাইলে সে তাদেরকে সুবিদবাজারে যেতে বলে। ভিক্টিম ও শান্ত সুবিদবাজারে যাওয়ার পর সেখানে ভিক্টিম ছাত্রী শারীরিকভাবে অসুস্থ অনুভব করে হলে পৌঁছে দিতে বলেন। কিন্তু শান্ত ও পার্থ তাকে হলে না নিয়ে পুনরায় মেসে নিয়ে যায়। সেখানে প্রথমে পার্থ পরে শান্ত তাকে ধর্ষণ করে। এসময় ধর্ষকরা বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে।

নাঈম আহমদ শুভ/এএইচ/এএসএম

Read Entire Article