শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্কুল অব অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ‘রিসার্চার অব দ্য ইয়ার’ মনোনীত হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে রিসার্চার অব দ্য ইয়ার ঘোষণা করা হয়।
এতে স্কুল অব অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রেজা সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
এসময় অধ্যাপক ওয়াহিদুজ্জামানের হাতে রিসার্চার অব দ্য ইয়ার সনদ তুলে দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।
অ্যাপ্লায়েড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রেজা সেলিম বলেন, শিক্ষকদের গবেষণায় উৎসাহিত ও স্বীকৃতি দিতে প্রথমবারের মতো আমরা রিসার্চার অব দ্য ইয়ার চালু করেছি। এ বছর পাঁচজন আবেদনকারীর মধ্যে অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে মনোনীত করা হয়েছে। পাঁচজন আবেদনকারীর মধ্যে তার স্কোর ছিল ২৬৭.০৮৭।
তিন বছরের রিসার্চ পাবলিকেশন, রিসার্চ প্রেজেন্টেশন, সাইটেশন ও সুপারভিশনসহ কয়েকটি ক্যাটাগরিতে তাকে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিজের অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলেন, ‘অনেক যাচাই-বাছাই করে কর্তৃপক্ষ আমাকে নির্বাচিত করেছে। এজন্য আমি আনন্দিত।’
এর আগে ২০১৮ সালে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ২০২২ সালে ডিনস অ্যাওয়ার্ড পান অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান।
নাঈম আহমদ শুভ/এসআর