শারমিন কেয়ার কণ্ঠে ‘বৃষ্টি যদি না থামে’ 

3 months ago 12

প্রকাশ হলো আরেকটি আনন্দের গান। ‘আজ আর বৃষ্টি যদি না থামে/ অঝোর ধারায় অবিরত ঝরে/ বৃষ্টিফোঁটা গায়ে মেখে/ তোমায় জড়িয়ে নেবো/ উতলা মন শান্ত করবো...’। 

তারেক আনন্দের চমৎকার কথার ‘বৃষ্টি যদি না থামে’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী শারমিন কেয়ার কণ্ঠে। 

সুর সংগীত করেছেন সজীব দাস। শারমিন কেয়া বলেন, ভীষণ মিষ্টি একটা গান। ভালো লাগার মতো একটি বৃষ্টির গান শ্রোতাদের উপহার দিলাম। আশা করি ভালো লাগবে গানটি।

গীতিকার তারেক আনন্দ বলেন, ‘বৃষ্টির প্রতি আমি ভীষণ দুর্বল। বৃষ্টি নিয়ে আমার বেশকটি গান প্রকাশ হয়েছে। এই গানের কথার প্রতি আমার অন্যরকম ভালোবাসা প্রকাশ হয়েছে। শ্রোতারা গানটিকে মনে রাখবেন।’
সজীব দাস বলেন, ‘আমি চেষ্টা করেছি সুন্দর সুর, সংগীত করার। বাকিটা শ্রোতারাই বলবেন কেমন হয়েছে।’

গানটি সকল ডিজিটাল প্ল্যাটফর্মসহ প্রকাশ হয়েছে শারমিন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।

Read Entire Article