যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ ৬ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (৪ এপ্রিল) এসব পণ্য জব্দ করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির টহলদল বেনাপোল, শাহজাদপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এসময় বিদেশি মদ, ফেনসিডিল, শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, জিলেট গার্ড ব্লেড, তৈরি পোশাক, জিরা, ওষুধ এবং বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের মূল্য ৬ লাখ ৩৫ হাজার ৫০ টাকা। এসব মালামাল বেনাপোল কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযান অব্যাহত থাকবে।
মো. জামাল হোসেন/এমএন/এএসএম