শালবাগান থেকে রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

1 month ago 35
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে রহমত উল্লাহ নামে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলার শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।  নিহত রহমত উল্লাহ (২২) উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মো. রশিদের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৯টার দিকে টেকনাফের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ ব্লকের পশ্চিমে তিনটি পাহাড়ের মিলনস্থল লেকের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এপিবিএনকে খবর দেয়। এ তথ্যে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি দেখতে পায়। পরে বিষয়টি টেকনাফ থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। ঘটনাটি শোনার পর নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি শনাক্ত করেন। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা রহমত উল্লাহকে তুলে নিয়ে যায়। পরে শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে এসে তাকে হত্যা করে। লাশ গুমের উদ্দেশে পাহাড়ি লেকের পাশে আনা হয়ে থাকতে পারে। তবে নিহত রহমতের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও খুনসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।
Read Entire Article