শাস্তি পেলেন কলকাতার স্পিনার বরুণ

3 months ago 44

আচরণবিধি লঙ্ঘন করায় শাস্তির মুখোমুখি হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্পিনার বরুণ চক্রবর্তী। ডানহাতি স্পিনারকে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা এবং এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

বুধবার ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আচরণবিধি লঙ্ঘন করেন বরুণ।

আইপিএল নির্দিষ্ট করে জানায়নি ঠিক কোন কারণে শাস্তি দেওয়া হয়েছে বরুণকে। তবে জানানো হয়েছে, ধারা ২.৫-এর অধীন লেভেল-১ এর অপরাধ করেছেন তিনি।

এই ধারায় বলা হয়েছে, ব্যাটারের আউট হওয়ার পর তার উদ্দেশ্যে কোনো ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি; যার ফলে ওই ব্যাটারের পক্ষ থেকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া আসতে পারে, তা শাস্তিযোগ্য অপরাধ। ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করার পর বরুণ তাকে মাঠ ছাড়ার ইঙ্গিত দিয়ে সেলিব্রেশন করেছিলেন, যা এই ধারার মধ্যে পড়ে।

লেভেল-১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক।

গতকাল বুধবার চেন্নাইয়ের হয়ে ব্রেভিস ২৫ বলে ৫২ রান করেন। তার উইকেটটি কেকেআরকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছিল। বরুণ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নিলেও কেকেআর ১৭৯ রানের পুঁজিকে ডিফেন্ড করতে ব্যর্থ হয়।

১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার ছয় নম্বরে রয়েছে কেকেআর। প্লে-অফে ওঠার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন খাদের কিনারায়। তাদের বাকি দুটি লিগ ম্যাচই ঘরের বাইরে; ১০ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবং ১৭ মে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)।

অন্যদিকে বুধবার ২ উইকেটের জয় পেলেও আগেই চলতি আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছিল চেন্নাইয়ের।

এমএইচ/

Read Entire Article