শাস্তি হবে না এমবাপেদের, খেলবেন আর্সেনালের বিপক্ষে!

3 days ago 5

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালের সমর্থকরা একটা বিষয় নিয়ে খুব খুশি ছিল। কারণ, ওই ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সম্ভাবনা কম ছিল চার তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে, আন্তোনিও রুডিগার, ভিনিসিয়ুস জুনিয়র এবং দানি ক্যাবেলস।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে জেতা ম্যাচে অ্যাটলেটিকো সমর্থকদের উদ্দেশ্যে বাজে অঙ্গভঙ্গি করেন এই চার ফুটবলার। যে কারণে, তাদের বিপক্ষে তদন্ত শুরু করেছিলো উয়েফা। ধারণা করা হচ্ছিল, অভিযোগ প্রমাণ হলে ইউরোপিয়ান টুর্নামেন্টে বড় ধরনের শাস্তি পেতে পারেন পারেন তারা।

তবে উয়েফা আপাতত এই চার ফুটবলারকে বড় ধরনের শাস্তি দেয়া থেকে বিরত থাকলো। বরং, ছোট্ট, নামকাওয়াস্তে শাস্তি দিয়ে ছেড়ে দিয়েছে। উয়েফার কন্ট্রোল, এথিক্স এবং ডিসিপ্লিনারি কমিটি শুক্রবার ঘোষণা করেছে, তারা এমবাপে এবং রুডিগারের বিপক্ষে, আচার-আচরণের ক্ষেত্রে ব্যাসিক নিয়ম ভঙ্গ করার প্রমাণ পেয়েছে।

এ অপরাধে দু’জনকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। তবে, এই এক ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে আগামী এক বছরের মধ্যে। অর্থ্যাৎ, রিয়াল মাদ্রিদ চাইলে অগুরুত্বপূর্ণ কোনো ম্যাচে তাদেরকে না খেলালেও শাস্তি মানা হয়ে যাবে।

আন্তোনিও রুডিগারকে ক্যামেরায় দেখা যায় অ্যাটলেটিকো সমর্থকদের উদ্দেশ্যে গলা ফাটিয়ে কিছু বলছেন। একই সময় এমবাপেকে দেখা গেছে কোমরে হাত রেখে বাজে অঙ্গভঙ্গি করতে। এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে রুডিগারকে ৪০ হাজার ইউরো (৪৪ হাজার ডলার) এবং এমাবপেকে ৩০ হাজার ইউরো (৩৩ হাজার ডলার) জরিমানাও করেছে।

বাকি দুই ফুটবলারের ভাগ্যে কী ঘটলো? সে উত্তরও জানিয়ে দিয়েছে উয়েফা। বিবৃতিতে তারা লিখেছে, ‘ভিনিসিয়ুসের বিপক্ষে ডিসিপ্লিনারি কোনো প্রক্রিয়াই শুরু করা হবে না।’ অর্থ্যাৎ, ভিনিসিয়ুস বেকসুর খালাস। ক্যাবেলসের বিপক্ষে ম্যাচ নিষেধাজ্ঞা না দেয়া হলেও তাকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

উয়েফার সিদ্ধান্তে নিশ্চিত হয়ে গেলো যে, আর্সেনালের বিপক্ষে এই চার খেলোয়াড়কেই পাচ্ছে রিয়াল মাদ্রিদ।

আইএইচএস/

Read Entire Article