শাস্তির মুখে পড়তে যাচ্ছে আর্সেনাল

চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে ছয় হলুদ কার্ড পাওয়া আর্সেনাল শাস্তির মুখে পড়তে যাচ্ছে। দ্বিতীয়ার্ধে চেলসির ১০ জনের বিরুদ্ধে খেলেও কঠিন লড়াই করে ড্র নিয়ে মাঠ ছাড়ে গানার্সরা। এক গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত গোলটি পরিশোধ করে আর্সেনাল। চেলসির দারুণ গোছানো ও শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে কিছুই করার সাধ্য ছিল না আর্সেনাল ফরোয়ার্ডদের। এই ড্রয়ে প্রিমিয়ার লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে মিকেল আর্তেতার দল।  বিরোধপূর্ণ প্রথমার্ধে মার্টিন জুবিমেন্ডি, ক্রিস্টিয়ান মসকুয়েরা, পিয়েরো হিনক্যাপি ও রিকার্ডো ক্যালাফিওরি হলুদ কার্ড পেয়েছেন। বিরতির পর রেফারি সতর্ক করেছেন মাইলেস লুইস-স্কেলি ও ভিক্টর গায়োকেরেসকে।  এ মৌসুমের এফএর হ্যান্ডবুক অনুযায়ী একটি দলের যদি ছয় কিংবা তারও বেশি খেলোয়াড় এক ম্যাচে হলুদ কার্ড পায় তবে সেই দলকে ২৫ হাজার পাউন্ড জরিমানা করা হবে। একটি ক্লাবের ছয়জন কিংবা তার বেশি খেলোয়াড় অথবা ডাগ আউটে থাকা কোচিং স্টাফদের মধ্যে কেউ যদি এই একই ম্যাচে হলুদ কিংবা লাল কার্ড পান তবে এফএ সেই দলের বিপক্ষে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।  কোন দল যদি

শাস্তির মুখে পড়তে যাচ্ছে আর্সেনাল

চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে ছয় হলুদ কার্ড পাওয়া আর্সেনাল শাস্তির মুখে পড়তে যাচ্ছে। দ্বিতীয়ার্ধে চেলসির ১০ জনের বিরুদ্ধে খেলেও কঠিন লড়াই করে ড্র নিয়ে মাঠ ছাড়ে গানার্সরা। এক গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত গোলটি পরিশোধ করে আর্সেনাল।

চেলসির দারুণ গোছানো ও শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে কিছুই করার সাধ্য ছিল না আর্সেনাল ফরোয়ার্ডদের। এই ড্রয়ে প্রিমিয়ার লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে মিকেল আর্তেতার দল। 

বিরোধপূর্ণ প্রথমার্ধে মার্টিন জুবিমেন্ডি, ক্রিস্টিয়ান মসকুয়েরা, পিয়েরো হিনক্যাপি ও রিকার্ডো ক্যালাফিওরি হলুদ কার্ড পেয়েছেন। বিরতির পর রেফারি সতর্ক করেছেন মাইলেস লুইস-স্কেলি ও ভিক্টর গায়োকেরেসকে। 

এ মৌসুমের এফএর হ্যান্ডবুক অনুযায়ী একটি দলের যদি ছয় কিংবা তারও বেশি খেলোয়াড় এক ম্যাচে হলুদ কার্ড পায় তবে সেই দলকে ২৫ হাজার পাউন্ড জরিমানা করা হবে। একটি ক্লাবের ছয়জন কিংবা তার বেশি খেলোয়াড় অথবা ডাগ আউটে থাকা কোচিং স্টাফদের মধ্যে কেউ যদি এই একই ম্যাচে হলুদ কিংবা লাল কার্ড পান তবে এফএ সেই দলের বিপক্ষে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। 

কোন দল যদি ঐ একই অপরাধ পুনরায় করে তবে জরিমানার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। সর্বশেষ আর্সেনাল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচটিতে এই অপরাধের জন্য শাস্তি পেয়েছিল। 

প্রিমিয়ার লিগে পরবর্তী ম্যাচে বুধবার ব্রেন্টফোর্ডকে আতিথ্য দিবে আর্সেনাল। এরপর শনিবার এ্যাস্টন ভিলা সফরে যাবে। ভিলার বিপক্ষে শেষ চারটি ম্যাচে মাত্র একটিতে জয়ী হয়েছে গানার্সরা। আগামী সপ্তাহে পূর্ণ তিন পয়েন্ট পেতে হলে আর্সেনালকে নিজেদের সেরাটা দিতে হবে। 

বর্তমানে মিকেল আর্তেতার দলের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে ভিলা টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। এবারের মৌসুমে আর্সেনালকে দ্বিতীয় পরাজয়ের স্বাদ দিতে মাঠে নামবে ভিলা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow