রানওয়ে বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ওমানগামী সালাম এয়ারের একটি ফ্লাইট, ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি, ঢাকা থেকে আসা ইউএস বাংলা এবং এয়ার আস্ট্রার একটি ফ্লাইট বিলম্বিত হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বে থাকা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
এর আগে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে মদিনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি-১৩৮’ ফ্লাইটটি রানওয়েতে দুই ঘণ্টা আটকা পড়ে। এতে দুই ঘণ্টা রানওয়ে বন্ধ থাকে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়ে বন্ধ থাকায় সালাম এয়ারের মাস্কাটগামী ফ্লাইট ওভি-402 ফ্লাইটটি ৩ ঘণ্টা ৮ মিনিট দেরি হয়ে ১১টা ৫৩ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বাংলাদেশ বিমানে আভ্যন্তরীণ ফ্লাইট বিজি-৬১২ ঢাকার উদ্দেশ্যে ৪৭ মিনিট বিলম্বে ৯টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তাছাড়া ঢাকা থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১০৫ এবং এয়ার আস্ট্রার একটি ফ্লাইট নির্ধারিত সময়ে না আসেনি।
এনডিআইএইচ/এমআরএম/এমএস