হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে দুই লাগেজ চোরকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তারা হলেন- শাহদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আটকের পর দুজনকে অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিমানবন্দর এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৭ জানুয়ারি ও ৭ ফেব্রুয়ারি দুজন প্রবাসীর ব্যাগ হাতিয়ে নেয় একটি চক্র। তাদের ব্যাগে প্রায় সাড়ে ৮ হাজার রিয়ালসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। চুরির বিষয়টি উল্লেখ করে দুজনেই এপিবিএন অফিসে অভিযোগ করেন। প্রথম ঘটনার ফুটেজ পাওয়া না গেলেও দ্বিতীয় ঘটনা সিসিক্যামেরায় ধরা পড়ে। ঘটনার সত্যতা পেয়ে নজরদারি বৃদ্ধি করে এপিবিএন। মঙ্গলবার খোকন ও নিজামকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে এপিবিএন তাদের আটক করে বিমানবন্দর অফিসে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা এপিবিএনের কাছে স্বীকার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে আটক দুজনকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আটক দুজনকে ১০ হাজার করে অর্থদণ্ড দেন।
এপিবিএন জানিযেছে, চুরি হওয়া ব্যাগ উদ্ধার করে যাত্রীদের বুঝিয়ে দেওয়া হযেছে।
প্রসঙ্গত, কাতার প্রবাসী মানিক খান ১৭ জানুয়ারি ব্যাগ হারিয়েছিলেন। মালামালসহ ব্যাগ উদ্ধারের বিষয়ে তিনি বলেন, এই টাকা ও ব্যাগের আশা আমি পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছিলাম। একটি অভিযোগের প্রেক্ষিতে এতোদিন পরে আমাকে ডেকে আমার চুরি করা মালামাল ফেরত দেবে এটা সত্যিই আমাকে বিমোহিত করেছে। প্রবাসী হিসেবে দেশের পুলিশ নিয়ে গর্ববোধ হচ্ছে।
দুজনকে আটকের বিষয়ে বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, অনেক প্রতারক ও পকেটমার যাত্রীবেশে ক্যানোপি এলাকায় অবস্থান করে। এ ধরনের প্রতারক ও পকেটমারসহ অন্যান্য যাত্রী হয়রানি দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ কাজ করে আসছে। আমরা বিমানবন্দর ঘিরে সব অপরাধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।