শাহজালালে আগুনে ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না

8 hours ago 5

শাহজালালের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়তে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

তবে ব্যবসায়ীরা ঠিক কী পরিমাণ ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন তা এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি। এজন্য সময়ের প্রয়োজন বলে জানান ফজলে শামীম এহসান।

শনিবার (১৮ অক্টোবর) রাতে তিনি জাগো নিউজকে এসব তথ্য জানান।

বিকেএমইএ’র নির্বাহী সভাপতি বলেন, এখনই বলা যাচ্ছে না ক্ষতির পরিমাণ কত। তবে আমদানিকারকদের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছি। বিষয়টি যাচাই-বাছাই করতে আমাদের আরও কিছুদিন সময় লাগবে।

ফজলে শামীম এহসান আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আরও উন্নতি প্রয়োজন। আমরা আসলে সবকিছু জানার চেষ্টা করছি।

এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পরই বোঝা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কবে নাগাদ কার্গো ভিলেজ পুনরায় চালু করা সম্ভব হবে।

এদিন দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে প্রথমে তাদের চারটি ইউনিট এবং পরে আরও ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর আরও ইউনিট যোগ দেয়। এখন মোট ৩৭টি ইউনিট কাজ করছে।

এছাড়া বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ইএআর/ইএ/জেআইএম

Read Entire Article