শাহজালালে ই-গেট সম্প্রসারণে গুরুত্বারোপ

2 months ago 6

বিমানবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থাপনায় সময়োপযোগী প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে এক সঙ্গে কাজ করার কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)। 

বুধবার (২৮ মে) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে ডিআইপি মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়। রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়।

বেবিচক জানায়, বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান ১ ও ২ নম্বর টার্মিনালে স্থাপিত ই-গেটগুলোর কার্যকারিতা নিয়ে আলোচনা করেন তারা। তৃতীয় টার্মিনালেও ই-গেট স্থাপনের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যাত্রীসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে দুই সংস্থার প্রধান ই-গেট সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

এছাড়া কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা করতে যাচ্ছে। সেখানেও ই-গেট স্থাপনের বিষয়টি আলোচনায় উঠে আসে। সময়োপযোগী প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে পাসপোর্ট অধিদপ্তর ও বেবিচক একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

এ সময় বেবিচক ও ডিআইপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

Read Entire Article